প্রতিষ্ঠান পরিচিতি ( এক নজরে)
- নামঃ মোসলেম আলী খান মডেল দাখিল মাদরাসা
- অবস্থানঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে অবস্থিত।
- জমির পরিমানঃ ৭৫ শতাংশ (অখন্ড) মাদরাসার নামে বি এস রেকর্ড রয়েছে ।
- প্রতিষ্ঠাতাঃ বতর্মান সুপারসহ অধিকাংশ শিক্ষক-কমর্চারী স্থাণীয় কিছূ গন্যমান্য ব্যাক্তিবর্গ। বিশেষ করে জনাব মামুন খানের সহযোগিতা।
- প্রতিষ্ঠার তারিখঃ ০১/০২/১৯৯৪ খ্রিঃ।
- পাঠদানের অনুমতিঃ ০১/০১/১৯৯৬ খ্রিঃ ।
- একাডেমিক স্বীকৃতিঃ ০১/০১/১৯৯৭ খ্রিঃ ।
- পাবলিক পরীক্ষায় অংশ গ্রহনঃ দাখিল ১৯৯৭ খ্রিঃ।
- প্রথম এমপিওভুক্তিঃ ০১/০২/১৯৯৮ খ্রিঃ।
- মাদ্রাসা কোডঃ ১৬৩৬৩
- মাদ্রাসা ই আই আই এনঃ ১০০৪৩৮
- বতর্মান কমরত শিক্ষক -১৩ জন, কমচারী -০৫ জন, মোট ১৮ জন ।
- বতর্মানে অধ্যয়ণরত শিক্ষার্থী সংখ্যাঃ ২৬০
- ধরণঃ সহ শিক্ষা (বালক- বালিকা) ।
- সবর্শেষ কমিটির মেয়াদঃ ০১/০১/২০২৫ খ্রিঃ ।
- সবর্শেষ স্বীকৃতির মেযাদঃ ৩১/১২/২০২৪ খ্রিঃ ।
- ফলাফলঃ অভ্যন্তরীন পরীক্ষায় শতভাগসহ পাবলিক পরীক্ষায় একাধিকবার ১০০%সহ ঈষর্নীয় ফলাফল।
- সুযোগ-সুবিধাঃ আবাসিকভবন, খেলার মাঠ,ঘাট বাধানো পুকুর, হিফজ বিভাগ, নূরিয়া বিভাগ, দৃষ্টি নন্দন মসজিদ, খেলার সামগ্রী, কো-কারিকুলাম, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ নানান সুয়োগ-সুবিধা। স্টুডেন্ট কেবিনেট, সততা সংঘসহ নানা সংঘঠন, ক্রীড়াক্ষেত্রে পুরস্কার লাভ।
- অর্জনঃ প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ধন্যবাদন্তে ,
মাদ্রাসা কর্তৃপক্ষ ।