প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্র প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস্
১লা জানুয়ারী উনিশশত চুরানব্বই সাল। অত্র মাদরাসায় কমরত বতর্মান সুপার আহমদ উল্লাহ, পিতা- মৌঃ হাবিব উল্লাহ, গ্রাম+পোঃ মাধবপাশা, থানা- এয়ারর্পোট, উপজেলা –বাবুগঞ্জ, জেলা –বরিশাল তিনিই প্রথম অত্র মাদরাসাটির প্রতিষ্টার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেন।তিনি এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে অত্র এলাকার ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্ন ব্যাক্তিবর্গের সাথে আলোচনা, বতর্মান অধিকাংশ শিক্ষক- কমচারী এবং বিশেষকরে পাংশা নিবাসী জনাব মামুন খান এর সার্বিক সহযোগিতায় বিগত ১/১/১৯৯৪ সলে অত্র প্রতিষ্টানটি পাংশা গ্রামে প্রতিষ্ঠিত হয়। ১/১/১৯৯৬ সারে পাঠদানের অনুমতি, ১/১/১৯৯৭ সালে একাডেমিক স্বীকৃতি , ১/১/১৯৯৭ প্রথম পাবলিক (দাখিল) পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি এবং১/২/১৯৯৮ সালে প্রথম এমপিও ভুক্তি । অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় আর্থিক , শারিরীক ও পরামশ প্রদান পূর্র্ক অবদানেরজন্যে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।
ধন্যবাদন্তে,
মাদরাসা কতৃপক্ষ ।
মাদ্রাসা সম্পর্কিত তথ্যঃ
মাদ্রাসা স্থাপিত ১৯৯৪ইং সালে
EIIN-১০০৪৩৮
১. মাদ্রাসা প্রতিষ্ঠার তারিখ-০১-০২-১৯৯৪ইং
২. মাদ্রাসা কোড (বোর্ড কর্তৃক)-১৬৩৬৩
৩. এম পি ও কোড -৫১০৬০৯২১০১
৪. প্রথম এম পি ও ভুক্তির তাং ০১-০২-১৯৯৮ইং
৫. প্রথম এম পি ও আদেশের স্মারক নং –প্রমা৪/১জিঃ১৮/৯৭/১২৯শিক্ষা
তারিখঃ ০৮-০৩-১৯৯৮ইং
৬. প্রথম একাডেমিক অনুমতিঃ
স্মারক -৭৯৯/৭
তারিখ-১৯-১১-১৯৯৬
কার্যকরঃ ০১-০১-১৯৯৬হইতে
৭. প্রথম একাডেমিক স্বীকৃতি-
স্মারক -৭৫১/৫
তারিখ-২৪-০২-১৯৯৭ইং
কার্যকরঃ ০১-০১-১৯৯৭হইতে
৮. সর্বশেষ অনুমতি/স্বীকৃতি
স্মারক -২১০/১৮২৭/৯
তারিখ-২১-১২-২০১৬
কার্যকরঃ ০১-০১-২০১৭-৩১-১২-২০২১ পর্যন্ত
৯. সর্বশেষ ম্যানেজিং কমিটি
স্মারক -২২১১৯১০০৪৩৮১/১৯৬৪১/নথি নং-২০২/২
তারিখ-২১-০৮-২০১৯
কার্যকরঃ ১৮-০৯-২০১৯-১৭-০৯-২০২১ পর্যন্ত
১০. মাদ্রাসার EIIN no- ১০০৪৩৮
১১. প্রথম দাখিল পরিক্ষার অনুমতিঃ
স্মারক –
তারিখ-
কার্যকরঃ
১২. প্রথম কম্পিউটার শাখা খোলার অনুমতিঃ
স্মারক – ২০৮/৯
তারিখ-২৭/০৪/২০০৫ইং
কার্যকরঃ ০১-০১-২০০৫ হইতে
১৩. মাদ্রাসার জমির পরিমানঃ
০.৮০একর/৮০শতাংশ
জমির ধরন-অখন্ড
বর্তমানে ভবন -২টি (পাকা ও সেমি পাকা)
পাকা ভবন (তিন তলা)
অর্থ্যায়নে আলহাজ মামুন খান –প্রতিষ্ঠাতা
সেমি পাকা ভবন (একতলা) সরকারী ভাবে
সম্মুখে খেলার মাঠ/পাশে মসজিদ/ইয়াতিম খানা
মাদ্রাসা স্থাপিতঃ ১৯৯৪ইং
৯ম শ্রেনী খোলার অনুমতি- ০১-০১-১৯৯৬ইং
১০ম শ্রেনী খোলার অনুমতি- ০১-০১-১৯৯৭ইং
১ম স্বীকৃতির তাং -০১-০১-১৯৯৮ইং
সর্বশেষ স্বীকৃতির তাং -০১-০১-২০১৭ইং
মেয়াদ শেষ- ৩১-১২-২০২১ইং
১ম MPO এর তাং ০১-০২-১৯৯৮ইং
সর্বশেষ ম্যানেজিং কমিতি গঠনের তাং ১৮-০৯-২০১৯ইং মেয়াদ ১৭-০৯-২০২১ইং
২০২১ইং সালে ছাত্র সংখ্যা ২০৭ ও ছাত্রী সংখ্যা ১২৪জন মোট=৩৩১জন
শিক্ষক ও কর্মচারীর সংখ্যা -১৮জন মহিলা -২জন
ম্যানেজিং কমিটির সদস্য সংখা ১১জন মহিলা- ১জন
৯ম শ্রেনীতে কম্পিউটার খোলার অনুমতি ০১-০১-২০০৫ইং
জমির পরিমান -৮০ শতাংশ
ভবন সংখ্যা- ২
তিন তলা ভবন-১